প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসানের স্ত্রী ডা. সাবরিনা নুসরাতের চিকিৎসার জন্য এক কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছেন।
এর আগে নুসরাতের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী তাঁর কল্যাণ ও চিকিৎসা তহবিল থেকে ২০ লাখ টাকা দিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে তাঁর কার্যালয়ে ডা. নুসরাতের কাছে টাকার একটি চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান মার্শাল আবু এসরার উপস্থিত ছিলেন।
Read More News
ডা. নুসরাত ২০১৬ সালের ১৯ অক্টোবর রাজধানীর হোটেল রেডিসন ব্লু হোটেলে একটি ওর্য়াকশপে যোগ দিতে যাওয়ার সময় হোটেলটির সামনে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। তিনি তাঁর মুখ, মাথা ও ব্রেনে আঘাত পান। তাঁকে সঙ্গে সঙ্গে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২৮ অক্টোবর চিকিৎসকদের পরামর্শে ডা. নুসরাতকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পাঠানো হয়।
Sildenafilgenerictab News Bangla News Paper