প্যারিসে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি পদপ্রার্থী ন্যাশনাল ফ্রন্ট দলের মেরিন লে পেন। মাঝ পথেই এক তরুণীর টপলেস প্রতিবাদে খানিক ক্ষণ থামাতে হয় সম্মেলন। নেত্রীর নিরাপত্তারক্ষীরা তড়িঘড়ি সেই তরুণীকে সেমিনার হলের বাইরে বের করে দেন।
ওই তরুণী ফেমেন নামে একটি সংগঠনের সদস্য। এর আগেও লে পেন-এ বিভিন্ন কার্যকলাপকে কটাক্ষ করে প্রতিবাদে সামিল হয়েছিলেন সংগঠনের বহু সদস্য। তবে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পর তিনি এমন ঘটনার সম্মুখীন হলেন এই প্রথম।
Read More News
সাংবাদিক সম্মেলনে ওই তরুণী প্রথমে চুপ করেই বসেছিলেন। মাঝ পথে হঠাৎ পরনের টি-শার্ট খুলে ফেলেন। তাঁর সারা গায়ে লেখা ছিল, ‘মেরিন ভণ্ড নারীবাদী’। এ পর তিনি চিৎকার করে স্লোগান দিতে থাকেন। দ্রুত নিরাপত্তারক্ষীরা তাঁকে এক প্রকার তুলে নিয়ে হলের বাইরে নিয়ে যান।
একটি বিবৃতিতে ফেমেন জানিয়েছে, লে পেন একটি কাল্পনিক রিপাব্লিকান। তিনি নারীবাদীও নন, ধর্মনিরপেক্ষও নন। মানবাধিকার রক্ষার জন্যে কোনো দিন তাঁকে কিছু করতে দেখা যায়নি। তাও তিনি এক জন রাষ্ট্রপতি পদপ্রার্থী