ডা. কাদেরের বাড়ি থেকে পিস্তুল ও গুলি উদ্ধার

এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার মূল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানের গ্রামের বাড়ি থেকে একটি পিস্তুল, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ১টার দিকে কাদের খানের সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি  গ্রামের বাড়ি উঠানে গর্তের নিচ থেকে পিস্তুল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
Read More News

এরআগে, বুধবার দুপুর থেকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আহম্মেদ বশিরের নেতৃত্বে জেলা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামসহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তার একটি দল ও ফায়ার সার্ভিসের ইউনিট পুরো বাড়ি ঘিরে রেখে তল্লাসি চালায়। এছাড়া বাড়ির সামনের চারটি পুকুরের পানি মেশিন দিয়ে সেচের মাধ্যমে অভিযান শুরু করেন। কিন্তু রাত ১০টা পর্যন্ত সেখানে কোনো অস্ত্র উদ্ধার না হওয়ায় পুকুরে অভিযান সমাপ্ত করা হয়। পরে দিবাগত রাত ১২টার পর বাড়িতে আবার অভিযান শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *