আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাংক কেন বাংলাদেশকে অপমান করল তার জবাব না দিলে আগামী দিনে বাংলাদেশের কোনো প্রকল্পে বিশ্বব্যাংকের কোনো অনুদান আসবে কি না ভেবে দেখতে হবে।
আজ বুধবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ‘ট্যানারিশিল্প স্থানান্তর পরিবেশ সংরক্ষণ ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রতি কানাডার একটি আদালত পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্রের একটি অভিযোগ সংক্রান্ত মামলার রায় দেন। রায়ে কানাডার পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের তিন কর্মকর্তাকে খালাস দেওয়া হয়। ওই তিনজনের বিরুদ্ধে পদ্মা সেতুর নির্মাণকাজের ঠিকাদারি পেতে বাংলাদেশ সরকারের কয়েকজন কর্মকর্তাকে ঘুষ দেওয়ার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছিল।
খালাস পাওয়া তিন ব্যক্তি হলেন এসএনসি লাভালিন গ্রুপের এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিভাগের রমেশ শাহ ও বাংলাদেশি-কানাডীয় ব্যবসায়ী জুলফিকার আলী ভূঁইয়া।
Read More News
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) করা ওই মামলায় পাঁচজনকে আসামি করা হয়। তবে দুই আসামি মোহাম্মাদ ইসমাইল ও বাংলাদেশের সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন চৌধুরীকে আগেই মামলার নথি থেকে বাদ দেয় পুলিশ।
রায়ের পর থেকেই ক্ষমতাসীন দলের নেতারা বিশ্বব্যাংকের বিরুদ্ধে সরব হন। সংসদেও বিশ্বব্যাংককে বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়ার দাবি করেন মন্ত্রী সংসদ সদস্যরা।