শাহরুখ খানের সর্বশেষ ছবি ‘রইস’ মুক্তি পাওয়ার আগে থেকেই ছবির একটি গান ‘লায়লা ম্যায় লায়লা’ নজর কেড়েছে দর্শকদের। এর একটি বড় কারণ গানের দৃশ্যে দেখা গেছে শাহরুখ খান ও সানি লিওনের রসায়ন। গানটি পুরোনো হলেও এই দুই তারকার রসায়ন গানটিকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। কারণ বি-টাউনে একসময় বলা হতো সানি লিওনের সঙ্গে কখনো তিন খানের কেউ কাজ করবেন না। ‘রইস’ ছবিতে এ কথাটি ভুল প্রমাণিত হয়েছে আইটেম গানটির মাধ্যমে।
‘রইস’ ছবিটি গত ২৫ জানুয়ারি মুক্তি পায়। ছবিতে গুজরাটের মদ চোরাচালানির চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। তাঁর বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।
Read More News