রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
আজ রোববার শেষবারের মতো নেওয়া হয় দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও বিশেষজ্ঞ সুরঞ্জিত সেন গুপ্তকে।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলের নেতার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানান। গার্ড অব অনার দেওয়া হয়।
Read More News
পরে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর ল্যাবএইড হাসপাতালের হিমাগারে। সেখান থেকেই আগামীকাল সোমবার তাঁকে নিয়ে যাওয়া হবে তাঁর নিজ জেলা সুনামগঞ্জ এবং নির্বাচনী এলাকা দিরাই-শাল্লায়। আগামীকাল বিকেলে শাল্লায় জন্মস্থানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
Sildenafilgenerictab News Bangla News Paper