আজ রোববার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় সকালে বামনডাঙ্গা স্টেশনে একটি ট্রেন অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।
সকালে লালমনিরহাট থেকে সান্তাহারগামী একটি লোকাল ট্রেন বামনডাঙ্গা স্টেশনে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় লোকজন।
Read More News
সুন্দরগঞ্জে আজ সকাল থেকে পৌর আওয়ামী লীগের ডাকে হরতাল পালিত হচ্ছে। এ কারণে বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া শহরে কোনো যানবাহন চলাচল করছে না। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) টহল জোরদার করা হয়েছে।