প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

আজ বুধবার সকাল ৯টা থেকে তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে দুপুর ২টা পর্যন্ত।

দেশে এই প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) এই নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

জেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যরা যাতে আচরণবিধি মেনে চলেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে কমিশন চিঠি পাঠিয়েছে।

যেসব সংসদ সদস্য এখনো এলাকায় অবস্থান করছেন, তাঁদের এলাকা থেকে সরে আসার জন্য কমিশন থেকে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে।
Read More News

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে। জেলায় অন্তর্ভুক্ত সিটি করপোরেশন (যদি থাকে), উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *