অনেক ওয়েব ব্রাউজার মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপি ও ভিসতা অপারেটিং সিস্টেমকে সমর্থন দেওয়া বন্ধ করে দিয়েছে। আর সে ধারাবাহিকতায় আগামী বছর এক্সপি ও ভিস্তা থেকে সমর্থন তুলে নিতে যাচ্ছে মজিলা কর্তৃপক্ষ।
আগামী মার্চে এক্সপি ও ভিস্তার জন্য সর্বশেষ ফিচার হালনাগাদ করবে মজিলা। এরপর আগামী সেপ্টেম্বর থেকে পুরোপুরি এক্সপি ও ভিস্তার জন্য সমর্থন বন্ধ করবে প্রতিষ্ঠানটি।
Read More News
সমর্থন তুলে নেওয়া অর্থ হচ্ছে, ফায়ারফক্সের জন্য আর কোনো নিরাপত্তা বা হালনাগাদ ফিচার আনবে না মজিলা। ফলে ওই ব্রাউজার নিরাপত্তা ঝুঁকিতে থেকে যাবে। তাই আধুনিক যুগের ইন্টারনেট সেবার অভিজ্ঞতা নিতে নতুন সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।