যুক্তরাষ্ট্রের একটি ড্রোন জব্দ করেছে চীন। তবে দক্ষিণ চীন সাগরে জব্দ করা সেই ড্রোনটি ফেরত পাওয়ার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে, চীনের সঙ্গে এ ব্যাপারে সমঝোতা হয়েছে।
চীন গত বৃহস্পতিবার আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের ড্রোনটি জব্দ করে। তবে চীনের পক্ষ থেকে কী কারণে ড্রোনটি জব্দ করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে চীন বলেছে, যুক্তরাষ্ট্র ঘটনাটিকে অতিরঞ্জিত করেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন ড্রোনটি চুরি করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ট্রাম্প বলেন, চীনকে আমাদের বলা উচিত, তারা যে ড্রোনটি চুরি করেছে, সেটি আমরা ফেরত চাই না। সেটা তাদের কাছেই থাকুক।
Read More News
পেন্টাগন ড্রোনটি দ্রুত ফেরত দিতে চীনের প্রতি আহবান জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটাতে চীনের প্রতি আহবান জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।