গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত রোহিঙ্গা মুসলিমদের বহনকারী পাঁচটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজারের টেকনাফের নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় নৌকাগুলো ফেরত পাঠানো হয়।
রাতের বেলায় মিয়ানমারের আরাকান প্রদেশ থেকে নৌকায় করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল রোহিঙ্গারা। এ সময় সীমান্তের শূন্য রেখা থেকে বিজিবির টহল দল এসব নৌকা মিয়ানমারের দিকে ফেরত পাঠিয়ে দেয়। নৌকাগুলোর প্রতিটিতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।জানা যায়, মিয়ানমারের সেনাবাহিনী দেশটির পশ্চিমাঞ্চলের প্রদেশ রাখাইন অভিযানে নিহত হচ্ছে বহু রোহিঙ্গা। আর নির্যাতিত রোহিঙ্গারা প্রাণভয়ে আশ্রয় নিতে প্রবেশ করছে বাংলাদেশে। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া প্রহরা বসিয়েছে বাংলাদেশ।
Read More News